“আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়”
“আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে,
এত বাঁশি বাজে, এত পাখি গায়”
বসন্তের প্রথম দিনে আমাদের LCBS Dhaka প্রাঙ্গনে পাখির কলকাকলি না থাকলেও ছিলো নূতন পুরাতনের এক সমাবেশ। প্রতিবারের মতো এবারেও ছিলো সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান বাঙ্গালি খাবারের আয়োজন।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, এল্যামনাই এবং LCBS স্টাফদের স্বতস্ফুর্ত অংশগ্রহন আয়োজনটিকে পূর্নতা দান করেছে।