NSDR
জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত সচিব, সদস্য- নিবন্ধন ও সনদায়ন, NSDA এর নেতৃত্বে ২৪-১২-২০২০ ইং তারিখে, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) একটি প্রতিনিধি দল LCBS Dhaka পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন, অংশু কুমার দেবনাথ, পরিচালক- সনদায়ন, আরপিএল ও শিক্ষানবিশি, NSDA, মোঃ কামরুজ্জামান, পরিচালক- নিবন্ধন ও কোর্স স্বীকৃতি, NSDA এবং শাহাদাত হোসেন, কারিকুলাম স্পেশালিস্ট, NSDA । জনাব, এম এ কালাম, চেয়ারম্যান – LCBS Dhaka প্রতিনিধি দলের সামনে LCBS Dhaka’র কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। NSDA কর্তৃপক্ষ ও LCBS Dhaka কর্তৃপক্ষ নানাবিধ প্রশিক্ষণ ও অ্যাসেসমেন্ট নিয়ে আলোচনা করেন।