“B.SC HONS IN APPLIED ACCOUNTING”
বর্তমান যুগে HSC-SSC /A-O Level পাসের পর থেকেই ক্যারিয়ার গড়া নিয়ে তরুণ শিক্ষার্থীদের দুশ্চিন্তা শুরু হয়ে যায়। কোন বিষয়ে পড়ব, কোথায় পড়ব, পাস করে ক্যারিয়ার গড়তে পারব কি না অথবা সার্টিফিকেটের মান কেমন হবে—এমন হাজারো প্রশ্ন ভিড় করে তাদের মাথায়। এত প্রশ্নের মধ্যে শিক্ষার্থী এবং অভিভাবকরা দেশীয় এবং আন্তর্জাতিক চাকরির বাজারে চাহিদা আছে এমন ডিগ্রি করার উপর গুরুত্ব আরোপ করে থাকেন। এই ধারায় সময়োপযোগী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রির শীর্ষ তালিকায় এসেছে প্রফেশনাল অ্যাকাউন্টিং বিষয়টি। বিশ্বব্যাপি চাহিদা এবং কর্মক্ষেত্র থাকায় এই প্রজন্মের অনেক তরুণ শিক্ষার্থীরা এই খাতে ক্যারিয়ার গড়তে পড়াশোনা করছে।
Register Now:
https://crm.lcbsdhaka.com/view.php?id=216224
প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের মধ্যে সবার উপরে রয়েছে ACCA/CAT । কোর্সটি স্বল্প সময়ে সম্পন্ন করে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যসহ যেকোনো দেশে চাকরি পাওয়ার সুযোগ অনেক বেশি। ACCA /CAT জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্টেন্টসের মেম্বার। এটি আন্তর্জাতিক ডিগ্রি, যে কারণে পুরো বিশ্বজুড়েই শিক্ষার্থীর কর্মক্ষেত্র বিদ্যমান ।
HSC-SSC /A-O Level লেভেল পাশ করে যেকোনো শিক্ষার্থী CAT শুরু করে মাত্র সাড়ে তিন থেকে চার বছরে আন্তর্জাতিক মানের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট (ACCA) হতে পারেন। পাশিপাশি যুক্তরাজ্যের স্বনামধন্য Oxford Brooks University থেকে BSc. (Hons) in Applied Accounting সহ CAT- Certified Accounting Technician ডিগ্রী অর্জন করতে পারেন।
ACCA/CAT পড়তে LCBS Dhaka কেন?
১/ একযুগের বেশি সময় ধরে বাংলাদেশে একমাত্র ACCA এর সর্বোচ্চ স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে ACCA /CAT কোর্স পরিচালনা করছে ।
২/ লাইব্রেরী এবং কম্পিউটারল্যাব সহ সুপরিসর ক্যাম্পাস
৩/ সবচেয়ে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক প্যানেল এবং ডাইনামিক ম্যানেজমেন্ট টিম
৪/ মূল ক্লাসের পাশাপাশি রেগুলার প্রব্লেম সলভিং ক্লাস
৫/ ই প্র্যাকটিস প্লাটফর্মের মাধ্যমে রিয়েল এক্সাম এনভায়রনমেন্ট এ রেগুলার Mock Exam প্র্যাকটিস।
৬/ অনলাইন / অফ লাইন ক্লাসের সুবিধা
৭/ চাকরি বাজারের চাহিদা অনুযায়ী ট্যালেন্ট ম্যানেজমেন্ট ডিপার্ট্মেন্টের মাধ্যমে শক্ষার্থিদের বিভিন্ন soft skill ট্রেনিং প্রদান এবং job placement এ সহায়তা করা।
◉ For More Details:
Tel: 02-48118935-6,
Mobile: 01746388644-45,
Hotline: 09678 505050
WhatsApp: 01680436235
Email: info@lcbsdhaka.com
Address: House # 120, Road # 9/A, Shankar Bus Stand, Dhanmondi, Dhaka -1209
◉ Visit Us:
Website:
LCBS E-Campus: https://e-campus.lcbsdhaka.com
Download App: https://bit.ly/lcbsdhakaapps
Facebook: www.facebook.com/lcbs.dhaka
LinkedIn: www.linkedin.com/company/lcbsdhaka
Instagram: www.instagram.com/lcbs.dhaka
Twitter: www.twitter.com/lcbs_dhaka
YouTube: www.youtube.com/Lcbsdhaka